স্নেহাশিষ মুখার্জি :
রাহুল নয় , তাঁকে কেন্দ্র করেই হোক বিজেপি বিরোধী ফেডারেল ফ্রণ্ট জোট | এমনটাই চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী | তবে সোনিয়া গান্ধী চাইছেন জোটের নেতৃত্ব থাক কংগ্ৰেসের হাতে | সেই জোটে মমতাও যোগ দিন |
তবে তৃণমূল সূত্র জানিয়েছে , পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামান্যই আগ্রহ আছে সোনিয়ার প্রস্তাবের ব্যাপারে | মমতা তাঁকে জানিয়ে দিয়েছেন বিজেপি বিরোধী জোটের নেতৃত্বে যদি তৃনমূল কংগ্রেস না থাকে তবে আলাদা জোটের মাধ্যমে ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়াই হবে | কংগ্রেসও তার মত করে নির্বাচনী মাঠে নামুক |
জানা গেছে বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে দিল্লিতে তৎপরতা তুঙ্গে উঠেছে | আগামী বছর লোকসভা নির্বাচনে ঐক্য বদ্ধ বিরোধী জোট গঠনের লক্ষ্যে ঘুরছেন মমতা | তিঁনি চান প্রস্তাবিত জোট যদি সরকার গড়ার মত পরিস্থিতিতে আসে তাহলে কংগ্রেস তাকে বাইরে থেকে সমর্থন করুক | কিন্তু দীর্ঘদিনের লড়াইয়ের জমি ছেড়ে দিতে চাইছে না কংগ্রেস | ভবিষ্যতে জোট বা আসন সমঝোতা দিয়ে আলোচনা করতে হলে মমতাকে তা করতে হবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গেই |
আর মমতা চাইছেন চন্দ্রশেখর , এইচ ডি দেবগৌড়া কিংবা আই কে গুজরালের সরকার গড়ার সময় যেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আগামী নির্বাচনে তেমনটাই হোক |
0 comments:
Post a Comment