স্বামীর অভিযোগে ক্ষুব্ধ গৌতম আদানি !!!


NNS New Delhi : বিজেপির বিতর্কিত রাজ্যসভার মনোনীত সাংসদ ডঃ সুব্রামানিয়াম স্বামী অভিযোগ তুলেছেন যে, ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে  আদানি গোষ্ঠী সবচেয়ে এগিয়ে রয়েছে। তারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 72 হাজার কোটি টাকার মত  ঋণ নিলেও, টাকা শোধ  দিচ্ছে না।
তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে বলেন যে,আদানি  গোষ্ঠী কত ঋণ নিয়েছে, কত টাকা শোধ করেছে তা প্রকাশ্যে আনা হোক। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আদানি  গোষ্ঠীর কর্ণধার গৌতম  আদানি সুব্রামানিয়াম স্বামীর ওপর বেজায় চটেছেন। জানা গেছে যে, এ নিয়ে তিনি শাসক দলের শীর্ষ মহলে অনুযোগও করেছেন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment