মুর্শিদাবাদের ভরতপুরে বিজেপি নেতার বাড়ী হামলা !!!


Indiapost24 Web Desk :  বিজেপির মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি ইরশাদ শেখের বাড়িতে একদল দুষ্কৃতি গতকাল রাতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ | মুর্শিদাবাদ জেলার ভরতপুরে ইব্রাহিমপুর গ্রামে এই ঘটনা ঘটে | 

ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির | খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুর্শিদাবাদ থানার পুলিশ কর্মীরা | এদিকে ভরতপুর ব্লক তৃনমূল নেতারা এই আগুণ লাগার ঘটনায় দলীয় কর্মিদের জড়িত  থাকার খবর উড়িয়ে  দিয়েছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment