দলীয় বিধায়কদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় !!!


Indiapost24 Web Desk : পশ্চিম মেদনীপুরে এদিন প্রশাসনিক বৈঠক থেকে নিজের দল তৃনমূল কংগ্রেসের বিধায়কদের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | তিঁনি বলেন যে , ' দলীয় জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করুন | কেউ কারুর থেকে বড় নয় | নিজেরা  লড়াই করবেন না , শান্তিতে থাকুন ' | 

মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদনীপুরের প্রশাসনিক বৈঠকে কেন্দ্ৰীয় সরকারকে নানা প্রশ্নে আক্রমণ করেছেন | তাঁর অভিযোগ যে কেন্দ্র এখনও কপালেশ্বর , কেলেঘাই প্রকল্পের কাজে আর্থিক মঞ্জুরি দেন নি | নানা ভাবে কেন্দ্র পশ্চিমবঙ্গের সঙ্গে আর্থিক বঞ্চনা করে চলেছে বলেও এদিন তিঁনি তাঁর অভিযোগ নতুন করে তুলে ধরেন | তাঁর অভিযোগ যে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক , ইউকো ব্যাঙ্ক কৃষি ঋণ মঞ্জুরের পরেও তা বাতিল করেছে | এদিনের প্রশাসনিক বৈঠকে দ্রুত জেলার উন্নয়ণমূলক সব কর্মসূচী রূপায়ণের নির্দেশ জারী করেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment