দারুন ব্যাপার!! কর্পোরেট কালচার এবার সরকারি চাকরিতেও!

সম্প্রতিই  পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত কর্মচারীদের জন্য  কর্পোরেট ধাঁচে চালু হয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ৷ আরও অনলাইনে যুক্ত হচ্ছে কর্মীদের অবসর নেওয়ার প্রক্রিয়াও ৷

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীদের সমস্ত তথ্য এবার সার্ভিস বুকের বদলে সংরক্ষিত থাকবে অনলাইন ৷ HRMS-এ একজন কর্মীর সম্পূর্ণ পরিচয় ছাড়াও পদ, বেতন, ছুটি, অসুস্থতার কারণে ছুটি সহ সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে ৷ এমনকি কোন দফতরে কোন কর্মকর্তার অধীনে কী কাজ করছেন সে তথ্যও থাকবে ৷ এর ফলে সমস্ত কর্মীর তথ্য থাকবে সরকারের নখদর্পণে ৷ কর্মীরা এই অনলাইন ব্যবস্থায় অর্থ দপ্তরের পোর্টালে গিয়ে নির্দিষ্ট পাসওয়ার্ড দিলেই তাদের চাকিজীবনের সমস্ত তথ্য জানতে পারবেন ৷অবসর নেওয়ার আগে পেনশন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া যাকে বলে এক্সিট ম্যানেজমেন্ট তাও অনলাইন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করেছে ৷

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কিছু দফতরে চালু হয়ে গিয়েছে HRMS পরিষেবা ৷ চলতি বছরের পয়লা এপ্রিল ও পয়লা মে-এর মধ্যে সব দফতরে HRMS পরিষেবা চালুর সঙ্গে সঙ্গে এই অবসরকালীন প্রক্রিয়াও অনলাইন হয়ে যাবে ৷ ফলে কোনও কর্মীর চাকরি পাওয়ার দিন থেকে, বদলি, অবসর, পেনশন সব তথ্যই এখন এক ক্লিকের ওপারে ৷ কোনও ছুটি বা লোনের মঞ্জুরি পেতে দিনের পর দিন অপেক্ষার সময়ও শেষ ৷
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment