সিপিএমের লং মার্চে এবার নয়া প্ৰযুক্তি !!!


NNS New Delhi : মহারাষ্টের নাসিক থেকে দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে প্রায় ১৮০ কিলোমিটার রাস্তা / সিপিএমের কৃষক সভা কৃষকদের নানা দাবীতে প্রায় ৫০ হাজার কৃষককে লং মার্চে সামিল করেন | যা নিয়ে জাতীয় সংবাদ মাধ্যমে শীর্ষ সংবাদ হয়ে উঠেছে এই লং মার্চ | লং মার্চে অংশ নেওয়া কৃষক ও আদিবাসীরা নিজেদের খাবার , জলের ব্যাবস্থা করার পাশাপাশি আরও একটি কাজ করেছিলেন , তাঁরা নিজেদের মোবাইল চার্জ দেবার ব্যাবস্থা করেছিলেন সোলার প্যানেলের সাহায্যে |
সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই লং মার্চকে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধি দল সমর্থনে হাত বারিয়ে দিয়েছিলেন | জানা গেছে যে কৃষকদের লং মার্চ থেকে উজ্জীবিত ভারতীয় , রেল কর্মিরা তাঁদের নানা দাবি নিয়ে লং মার্চের পরিকল্পণা নিতে চলেছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment