Indiapost24 Web Desk : জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ শে মে প্রকাশিত হোয়েছে | এরপর যাঁদের নাম বাদ যাবে তাঁরা আবার আবেদন জানালে ৩০ শে জুন চূড়ান্ত এন আর সি তালিকা প্রকাশের ব্যাপারে প্রশাসন দিনরাত কাজ করে চলেছেন |
বিজেপি ও আর এস এস রাজনৈতিক , সামাজিক ও ধৰ্মীয় কারণে অত্যাচারিত হোয়ে অসমে চলে আসা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব ও সুরক্ষা দিতে বদ্ধপরিকর হলেও অসম গন পরিষদ , আশু সহ একাধিক অসমিয়া উপজাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ থেকে চলে আসা হিন্দুরা , যাঁরা ১৯৭১ সালের ২৪ শে মার্চের পর অসমে প্রবেশ করেছেন তাঁদের বহিস্কারেও সরব |
জানা গেছে যে , আর এসএস নেতারা আসু , অপগ নেতাদের বাঙালি হিন্দুদের মেনে নেওয়ার জন্য একাধিক পরামর্শ দিয়েছেন | সম্ভবত হিন্দু বাঙালিদের বহিষ্কারের প্রশ্নে নরম নীতি নিতে পারে আসু ও অপগ |
পর্যবেক্ষক মহল মনে করছেন যে অসমে বর্তমান জনসংখ্যার ৯২ থেকে ৯৫ শতাংশ মানুষেরই নাগরিকপঞ্জীতে নাম উঠে আসা নিশ্চিত হতে চলেছে | ৫ থেকে ৮ শতাংশ মানুষকে এন আর সি তালিকা থেকে বাদ দেওয়ার সম্ভবনাও প্রবল | সেক্ষেত্রে ১৫ থেকে ২০ লক্ষ বাঙালি মুসলিমও ২ লক্ষের মত বাঙালি হিন্দুর নাম এন আর সির চূড়ান্ত তালিকা থেকে বাদ পরতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল |
0 comments:
Post a Comment