বিলোনিয়ায় ভাঙা হলো লেনিনের মূর্তি!!!


 
NNS  : ত্রিপুরায় সিপিএমের 25 বছরের শাসনের অবসান ও বিজেপি - আই পি এফ টি   জোটের বিশাল রাজনৈতিক সাফল্যের পর রাজ্যের বিভিন্ন অংশে রাজনৈতিক সংঘাত ও সংঘর্ষের খবরে উদ্বেগ বাড়ছে ত্রিপুরা  প্রশাসনের। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী তথা বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব দেব বিজেপির কর্মী-সমর্থকদের সংযম দেখানোর আবেদন জানিয়েছেন।

 এরই মধ্যে দক্ষিণ ত্রিপুরায় বিলোনিয়ায় বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে লেনিনের মূর্তি। অভিযোগের তীর বিজেপির দিকে ধাওয়া করলেও এ নিয়ে কোনো দলই মুখ খোলেননি। নির্বাচনের আগে থেকেই বাংলাদেশ সীমান্ত রাজ্য ত্রিপুরার বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দেয়।

 ফলাফল বেরোনোর পর হিংসার ঘটনা আরো বেড়ে গেছে। গতকালই একটি বুলডোজার দিয়ে বিলিয়নিয়ার কলেজ স্কোয়ারে লেলিন মূর্তিকে ভেঙে দেয় প্রায় 300 যুবক। তাদের কণ্ঠে ভারত মাতা কি জয় ধ্বনিত হয়।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment