NNS (Dhaka) : অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী তথা পরবর্তী সময়ে দেশভাগের পর পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, প্রখ্যাত বীমা ব্যবসায়ী তথা হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা নলিনী রঞ্জন সরকার ১৮৭২ সালে ২৫ জানুয়ারি বর্তমান বাংলাদেশের নেত্রকোনা জেলার সাজিউড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
ব্রিটিশ শাসনে তিনি কলকাতার মেয়র হন। নলিনী রঞ্জন এর পরিবার তাদের ঘরবাড়ি, অরক্ষিত রেখেই পশ্চিমবঙ্গে চলে আসেন। সরকারের এক একর জমিতে অবস্থিত দ্বিতল বাড়িটি অযত্ন, অবহেলা, ও সংস্কারের অভাবে জীর্ণ দশায় পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীরা বাড়িটি সংস্কার ও সহকারী অধিগ্রহণ এবং নলিনী রঞ্জন সরকার এর স্মৃতি জাদুঘর করার দাবিতে সোচ্চার হয়েছেন।
0 comments:
Post a Comment