10000 স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে সৌদি আরব !!!


NNS : প্রায় 10,000 স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে সৌদি আরব| জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে| সৌদি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধ করে দেওয়া হবে এমন পরিকল্পনা আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই শিক্ষার্থীর সংখ্যা মাত্র 20 জন|

 এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের সংখ্যা ও চার থেকে ছয় জন| প্রতিটি শিক্ষার্থীর জন্য বার্ষিক 2 লাখ সৌদি রিয়াল খরচ করে সরকার| এতে অর্থনৈতিক দিক দিয়ে লাভ তো দূরের কথা বরং লোকসান গুনতে হচ্ছে এমনটাই মনে করছে কর্তৃপক্ষ|

2014 সালের এক পরিসংখ্যান বলছে, সরকারি 24000 স্কুলের মধ্যে 9 হাজার 553 টি স্কুলের শিক্ষার্থী সংখ্যা শতকের নিচে| সৌদি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, এ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে দেখছে| শিক্ষার্থীদের পাঠদানে দক্ষ প্রতিষ্ঠান গড়তে যা করা দরকার তাই করবে সৌদি সরকার|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment