NNS : ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশের দায়ে 2 বছর কারাভোগের পর দুই শিশু ও 17 বাংলাদেশি নারীকে সাম্প্রতিক বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ|
দুই বছর আগে ভাল চাকুরীর আশায় এদেশে বেআইনিভাবে অনুপ্রবেশের পর বম্বে শহর থেকে পুলিশের হাতে আটক হয় তারা| দু বছর সাজা হওয়ার পর তাদের পাঠানো হয় জেল হাজতে|
পরে মুম্বাই 'লিলুয়া শেল্টার হোম ' নামে একটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের নিয়ে যায় নিজেদের হেফাজতে|
0 comments:
Post a Comment