ভারত বিরোধিতার চাষ হচ্ছে নেপালে !!!


NNS : নেপালে চীনপন্থীরা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর এখন সে দেশে ভারত বিরোধী নানা শক্তি ক্রমেই সক্রিয় হয়ে উঠছে | নেপালের রাজধানী কাঠমান্ডুতে পাক গুপ্তচর চক্র আই এস আই গোপন আস্তানা গড়ে তুলে নেপালকে কেন্দ্র করে নানা ভারত বিরোধী নাশকতার চক্রান্ত করছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে | নেপালে ক্ষমতাশীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল ও মাওবাদি কেন্দ্রে ক্ষমতায় আসার পরই চীনপন্থী ও পাকিস্থানপন্থী বিভিন্ন শক্তিগুলি ভারত বিরোধীতার তীব্রতা ক্রমেই এগিয়ে নিয়ে যাচ্ছে |

 নেপালে এতো দ্রুত চীন যেভাবে ঐ দেশে রাজনৈতিক , সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি করে চলেছে যার ফলে সাউথ ব্লকের আধিকারিকদের স্নায়ুর চাপ ক্রমেই বাড়ছে | এদিকে নেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের সামনে বিষ্ফোরণ ঘটল | গত বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ এই বিষ্ফোরণ ঘটে | যদিও অফিসে তখন কেউ ছিলেন না | ফলে কেউ হতাহত হয়নি | এর পিছনে আই এস আইয়ের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে | বিষ্ফোরণে অফিসের পশ্চিমের প্রাচীর কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে | সেদিনের ঘটনার পর ভারতীয় দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে | 

 নেপালের অতি বাম শক্তিগুলি এখন চীনপন্থী ভারত বিরোধী রাজনৈতিক প্রচারে লিপ্ত হয়েছে যা নিশ্চিত ভাবে নয়াদিল্লির মাথাব্যাথার কারন হয়ে উঠেছে | পাকিস্থানপন্থী আই এস আই মদতপুষ্ট সংগঠন গুলিও নেপালের রাজধানীকে ভারত বিরোধিতার ঢাল হিসাবে কাজে লাগাতে পারে এমন সন্দেহ অমুলক নয় | শিলিগুড়িকে করিডোর করে আই এস আইএর মদতে বিভিন্ন জঙ্গী সংগঠন ও অতি বাম শক্তিগুলি আগামীদিনে উত্তরবঙ্গ ও আসামে হিংসা , নাশকতার চেষ্টা চালাতে পারে এমন আশঙ্কায় অস্থির নেপাল ও ভুটান লাগোয়া উত্তরবঙ্গের বহু মানুষ | তাই এই বিস্ফোরণকে মোটেই গুরুত্বহীন হিসাবে দেখতে রাজি নন স্থাণীয় রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment