Indiapost24 Web Desk : ফেসবুক ব্যাবহার করে নেতিবাচক প্রচারণা , রাজনৈতিক উদ্দেশ্য হাসিল , ভুয়ো প্রচারণা , ও মানুষের মতামতকে প্রভাবিত করার প্রবণতা ঠেকাতে ফেসবুক পেজে নতুন নিয়ম যুক্ত করতে যাচ্ছে মার্ক জাকারবার্গ | সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে পেজের দুটি নতুন নিয়ম যুক্ত করার ঘোষণা দেন তিঁনি | ঐ ফেসবুক স্ট্যাটাসে জাকারবার্গ জানান যে , এখন থেকে ফেসবুকে রাজনৈতিক অথবা ইস্যুভিত্তিক বিজ্ঞাপন চালানোর জন্য ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাই করে দিলেই কেবল সেই বিজ্ঞাপন চলবে |
এছাড়াও বিজ্ঞাপণ দাতাদের পরিচয় এবং লোকেশান জানাতে হবে ফেসবুক কর্তৃপক্ষকে | এতদিন যেকোন ফেসবুক ব্যবহারকারী চাইলেই ফেসবুক পেজ খুলতে পারলেও এখন সেটা পারবে না | এই সুযোগে অনেক ভুয়ো ফেসবুক ব্যবহারকারী ফেসবুক পেজ খুলে নানাভাবে ফলোয়ারদের মতামতকে প্রভাবিত ও নিজের মতামতকে প্রতিষ্টিত করতে পারতেন | কিন্তু নতুন এই নিয়মের ফলে সেই সুযোগ আর থাকছে না ব্যবহারকারীদের হাতে | যেকোন পেজে এডমিনের পরিচয় গোপন ৱেখে যে কেউ চালাতে পারতেন নানা কর্মকাণ্ড | তবে এখন আর সেই সুযোগ হাতের নাগালে থাকছে না ব্যবহারকারীদের |
স্বভাবিকভাবেই ফেসবুকের নয়া নিয়মে ফেসবুক ব্যবহারকারীদের তেমন কোন বিরোধ নেই বলেই মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ | কর্তিপক্ষকে ছাড়াও অন্য নিয়মটি হচ্ছে , যে পেজে অনেক ফলোয়ার আছে এরকম ফেসবুক পেজের অ্যাডমিন যাঁরা তাদেরকেও ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাই করে দেখবে | অন্যদিকে বিজ্ঞাপনের টাকা যে পরিশোধ করছে তাঁর পরিচয়ও ফেসবুকের কাছে সাবমিট করতে হবে | প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে নতুন এ পদ্ধতি টি চালু হচ্ছে | মে মাস থেকে পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও ধীরে ধীরে নতুন এনিয়ম মেনে চলতে হবে ব্যবহারকারীদের |
প্রসঙ্গত ২০১৬ সালে মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারে ফেসবুকের তথ্য নিয়ে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ এনালিটিকা (সি এ ) নামের একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে | এটি একটা নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান | এজন্য তথ্য বেহাত হওয়া ঠেকাতে ব্যার্থতার অভিযোগে ফেসবুক প্রতিষ্টাতা মার্ক জাকারবার্গ সমালোচিত হন | এঘটনায় ফেসবুকের ভূমিকা নিয়ে ইউরোপে ও যুক্তরাষ্ট্রে তাঁকে কঠিণ জবাবদিহিতার মধ্যে পরতে হয় |
0 comments:
Post a Comment