Indiapost24Web Desk : সাধারণ ধর্মঘট সমর্থন করে না বিজেপি | তাই আজ বামেদের ডাকা বনধকে সমর্থন করে নি বিজেপি | আজই পশ্চিম মেদনীপুরের দাঁতনে দলীয় কাজে এসে একথা বলেন বিজেপি দলের রাজ্যসভাপতি দিলীপ ঘোষ | আজ দাঁতনে একটি রোড শোতে অংশ নিয়েছিলেন তিনি |
সেখানেই সাধারণ ধর্মঘট ডাকা নিয়ে বামেদের কটাক্ষ করে তিনি বলেন -" বন্ধের রাজনীতিকে লোকে বিদায় করে দিয়েছে | আমরাও বন্ধের রাজনীতিক বিশ্বাস করিনা | বিধ্বংসী ও বিনাশকারী বন্ধের প্রভাবে পশ্চিমবাংলার দুর্গতি হয়েছে | এছারাও গণতন্ত্রের মধ্য দিয়ে প্রতিবাদ করার নিজের মতকে রাখার সুযোগ আছে | অনেক জায়গা আছে | সেটা করা উচিত | আমরা যেমন কোর্টেও লড়ছি , রাস্তাতেও লড়ছি | তাতে মানুষ সঙ্গে থাকে | বন্ধ করার জন্য মানুষ ওনাদের ছেড়ে দিয়ে গেছে | এই রাস্তা ছেড়ে দিন , না হলে যেটুকু আছে তাও থাকবে না " |
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা শুরুর প্রথম দিন থেকে রাজ্য জুড়ে গণ্ডগোল শুরু হয়েছে | বিরোধিদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃনমূলের বিরুদ্ধে | এর প্রতিবাদে আজ ৬ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেয় বামেরা | কিন্তু সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বেশির ভাগ জায়গায় যান চলাচল স্বাভাবিক ছিল | খুলেছিলো দোকানপাটও | ফলে বামেদের আজকের বন্ধ যে পুরপুরি বিফল হয়েছে তা মানছেন সিপিএম সহ বিভিন্ন বাম দল নেতারও |
0 comments:
Post a Comment