রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ঋণ মুকুব আসলে একটা কেলেঙ্কারি, বললেন মুখ্যমন্ত্রী !!!


Indiapost24 Web Desk : ঋণ মুকুব নিয়ে আজ সংসদে পেশ হওয়া একটি প্রশ্নের জবাবের প্রেক্ষিতে ফেসবুকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বাংলার এক সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্র জবাব দিয়েছে যে 2014-15 অর্থ বর্ষ থেকে 2017র  সেপ্টেম্বর মাস অব্দি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর 2 লাখ 41 হাজার 911 কোটি টাকা ঋণ মুকুব করেছে| 

স্তম্ভিত মুখ্যমন্ত্রী বলেন, একদিকে যখন দেশের কৃষকরা দেনার দায়ে কাঁদছেন ,আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন মুকুবের দাবি জানাচ্ছেন, সরকার সেই দাবি গ্রাহ্যই করছে না| তিনি আরো বলেন, "অবিশ্বাস্য নোট বন্দির সময় আমরা 'ননপারফর্মিং অ্যাসেট ' এর ইস্যু তুলেছিলাম| এখন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল| রূঢ় বাস্তব টি জনসমক্ষে এলো|" 

মুখ্যমন্ত্রী বলেন যে সংসদে পেশ করা জবাবেও কেন্দ্র বলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্রেডিট সংক্রান্ত তথ্য প্রকাশ করা যাবে না| তিনি জানতে চান এই গোপনীয়তার পেছনে কারণটা কী| রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ খেলাপ কারীদের তালিকা  অবিলম্বে প্রকাশ করার দাবি জানান তিনি| মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,এটা একটা  বিরাট কেলেংকারী|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment