NNS : তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের হামলায় রাতভোর আতঙ্ক ছড়ালো বহরমপুর শহরে | মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য বাড়ী বাড়ী আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকী দেওয়া হয় বলে অভিযোগ |
বহরমপুর সুতির মাঠের ভাকুড়ি - ১ পঞ্চায়েত এলাকায় চারজন কংগ্রেস প্রার্থীর বাড়ীতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ | বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে | কংগ্রেসের এক মহিলা প্রার্থীর অভিযোগ , যে হাত ধরে টেনে তাঁকে দিয়ে জোর করে মনোনায়নপত্র প্রত্যাহার করানো হল |
0 comments:
Post a Comment