তিঁনি বলেন , রাজ্যে মানুষের কথা বলার অধিকার নেই | কারও কাছে নালিশ করা পর্যন্ত্য যায় না | তবু রাজ্য পালের কাছে গিয়ে কিছু বলা যেত , এখন তা নিয়েও আপত্তি তৃনমূলের | অধীর বাবুর কথায় , তৃনমূল কংগ্রেস তথা রাজ্য সরকার বেহায়া ও নির্লজ্জ বলেই দিল্লীতে এসে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানাচ্ছে | তিঁনি এপ্রসঙ্গে কেশরীনাথ ত্রিপাঠিকে অতিশয় ভদ্র বলে ব্যাখ্যা করেন |
তিঁনি বলেন , যে কোন সমস্যা হলে আমরা তাঁর কাছে গিয়ে আমাদের অভিযোগটা অন্ততঃ জানাতে পারি | এদিকে তৃনমূল কংগ্রেস নেতারা অধীর চৌধুরিকে জনবিচ্ছিন্ন বলে তোপ দেগেছেন | মুর্শিদাবাদ জেলায় এবার কংগ্রেস ও বামেরা নিশ্চিহ্ন হবে বলে দাবি করেছেন জেলা তৃণমূলের নেতারা |
0 comments:
Post a Comment