বসিরহাট সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশী অনুপ্রবেশকারীরা !!!


স্নেহাশিষ মুখার্জি 
ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগণা জেলার বসিরহাটের স্বরূপনগর সীমান্ত দিয়ে প্রায়ই বাংলাদেশ থেকে অবৈধ ভাবে বাংলাদেশী অনুপ্রবেশ কারীরা পশ্চিমবঙ্গে ঢুকে থাকেন | সীমান্তে মোতায়েন বিএসএফ ও স্থাণীয় পুলিশ , গোয়েন্দাদের চোখে ধূলো দিয়ে অবৈধ অনুপ্রবেশকে সীমান্তে এক শিল্পে পরিণত করা হয়েছে | বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগণা জেলার বাংলাদেশ সীমান্তে এক বাস্তব ছবি | 

এভাবেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত প্রবেশের অপরাধে গ্রেপ্তার হল ১৩ জন বাংলাদেশী নাগরিক | উত্তর ২৪ পরগণার স্বরুপনগর থানার চিতুরি এলাকা থেকে আজ তাদের গ্রেপ্তার করা হয় | পুলিশ সূত্রে খবর যে , আজ দক্ষিণ ২৪ পরগণার চিতুরি অটো স্ট্যান্ডে তারা দাঁড়িয়ে ছিল | সেই সময় ঐ এলাকায় পুলিশ টহলদারি চলছিল | পুলিশের ধৃতদের সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে | এরপরই তাদের গ্রেপ্তার করা হয় | পরে পুলিশ তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠায় | আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে | এদের মধ্যে ৯ জন পুরুষ , ২ মহিলা , ও ২ শিশু রয়েছে | সকলের বাড়ী বাংলাদেশের সাতক্ষীরায় |

 জানা গেছে গত রাতে মোট ১৭ জনকে এক যুবক বাংলাদেশের সীমান্ত একটি বাড়ীতে নিয়ে আসে | আজ সকালে ১৩ জনকে ভারতে আনতে পারলেও বাকি ৪ জন বাংলাদেশে থেকে যায় | কাজের নামে ঐ যুবকের সঙ্গে এদের মাথাপিছু ৪ হাজার টাকা করে চুক্তি হয়েছিল | সেই যুবক এদেরকে জানিয়েছিল কলকাতায় বিভিন্ন কারখানায় তার যোগাযোগ আছে | তাই সকলেই কলকাতায় বিভিন্ন কাজের সন্ধানে যাচ্ছিল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment