Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত জেলা নদীয়ার বাঁশখালীতে একটি পুকুর সংস্কারের কাজ চলছিল| সেই সময় পুকুর থেকে মিলল দুটি বিশাল আকারের বোমা| প্রতিটি বোমা প্রায় 100 কেজি ওজনের এবং 6 ফুট দীর্ঘ|
দুটি বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে মনে করা হচ্ছে| পরীক্ষা করে দেখতে ভারতীয় সেনাবাহিনীর বোম্ব স্কোয়াড আসছে| এ নিয়ে স্থানীয় এলাকায় গুজব, জল্পনায় জেরবার হয়ে উঠেছে সাধারণ মানুষ|
0 comments:
Post a Comment