স্নেহাশিষ মুখার্জি :
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নির্বাচন কমিশনের দেওয়া আজকের মনোনয়ন জমা দিতে বাড়তি চার ঘন্টাতে সবচেয়ে রক্তাক্ত হল অনুব্রত মণ্ডলের গড় বীরভূম জেলায় . মনোনয়ন জমাকে কেন্দ্র করে ঝাড়খণ্ড , লাগোয়া মুরারইয়ের সিপিএম - তৃণমূলের ভেতর বোমা গুলির লড়াই চলে . দুবরাজপুর সিপিএম মিছিল বার করলে সংঘর্ষ বেঁধে যায় . তবে বড় ঘটনা ঘটেছে বীরভূমের জেলা সদর সিউড়িতে |
মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে সিউড়িতে তৃনমূল বিজেপির সংঘর্ষে মৃত্যু হল একজনের | অসমর্থিত সূত্রের খবর মৃতের নাম শেখ দিলদার | স্থাণীয় বাসিন্দা এই ব্যাক্তি বিজেপি সমর্থক বলেও সূত্রের খবর | যদিও পুলিশের তরফে এর কোন সত্যতা পাওয়া যায়নি | পুলিশ দুই পক্ষকে কেন বাধা দিল না , সেই প্রশ্নও উঠতে শুরু করেছে | শেষ পর্যন্ত্য বিজেপি প্রার্থীরা আর মনোনয়ন জমা দিতে পারেননি বলে জানা গিয়েছে |
মনোনয়ণের দিন রক্তাক্ত হল সিউড়ি | প্রাণ গেল এক রাজনৈতিক কর্মীর | সাড়ে এগারোটা থেকে সিউড়ি ব্লক অফিসের দিকে যেতে শুরু করে বিজেপির প্রার্থী ও সমর্থকরা | স্থানীয় সূত্রে খবর , সেই সময় বাধা দেয় ব্লক অফিসের কাছেই ঘাঁটি গেড়ে থাকা তৃনমূল সমর্থকরা | শুরু হয়ে যায় দুপক্ষের বোমাগুলির লড়াই | দুপক্ষের লড়াইয়ে যঠেষ্ট বোমা গুলি ব্যাবহার করা হয় বলে অভিযোগ | দুপক্ষের হাতেই বোমা ও অস্ত্র ছিল বলে জানা গিয়েছে |
স্থানীয় মানুষ যে যার মত করে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে শুরু করেন | বোমার আগুনে এলাকার বেশ কিছু দোকান , ও বাড়ী ভষ্মীভূত হয়ে যায় | সামনে পুলিশ থাকলেও তারা কোনও রকম ব্যাবস্থা নেয়নি বলে অভিযোগ | অভিযোগ আগে থেকেই এলাকা দখল নিয়েছিল তৃনমূল সমর্থকরা | তাদের মুখ ছিল বাঁধা | খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকদের তারা বাধা দেন বলেও অভিযোগ |
যদিও তৃনমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে | বীরভূম জেলায় এদিন বিরোধীরা মনোনয়ন জমা দিতে সফল হয় নি | ফলে বীরভূম রইল বিরোধিহীন অবস্থাতেই |
0 comments:
Post a Comment