কংগ্ৰেসের ইস্তেহার প্রকাশ করলেন রাহুল গান্ধী !!!


NNS : আসন্ন কর্ণাটক বিধানসভার নির্বাচনের আগে কংগ্ৰেসের দলীয় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | 

ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে , নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরলে কর্ণাটকে বছরে ১৫ - ২০ লক্ষ কর্ম সংস্থান করা হবে | কর্ণাটকের প্রতিটি শহরে তৈরি হবে রাজীব গান্ধীর নামে ক্লিনিক | অনুষ্ঠানে রাহুল অভিযোগ করেন বিজেপির ইস্তেহার মিথ্যে প্রতিশ্রুতি , গোপন করে রাখা দুর্নীতিতে ভরা থাকে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment