ত্রিপুরায় প্রস্তুতি বিজেপির !!!


NNS : বঙ্গ সিপিএম নেতারা মানছেন যে আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের পর ত্রিপুরাতেও বামেরা কোন আসনে জয়লাভ নাও করতে পারেন | ত্রিপুরার বিধানসভা নির্বাচনে সিপিএমএর কাছ থেকে ক্ষমতা দখলের পর এবার বিজেপির নজরে ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরার দুটি আসন | ত্রিপুরা থেকে সিপিএমএর হাতে থাকা দুটি লোকসভা আসন এবার ছিনিয়ে নিতে বদ্ধপরিকর ত্রিপুরা বিজেপি | 

সাধারণ সম্পাদক অজয় জামওয়াল চারদিনের সফরে ত্রিপুরা গিয়েছিলেন | সেইসময় তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ একাধিক নেতার সঙ্গে কথা বলেন | এবং দলীয় কর্মীদের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করার প্রসঙ্গে কথা বলেন | বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব এরইমধ্যে ত্রিপুরা গিয়ে প্রচার করবেন বলেও জানা গিয়েছে | 

১৯৯৬ সাল থেকে পরপর ৬ টি সংসদীয় নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি আসনেই জয়ী হয়ে আসছে সিপিএম | ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সিপিএম তথা বামফ্রণ্ট পেয়েছিল ৬৪ শতাংশ ভোট | বিজেপি পেয়েছিল ৫ .৭ শতাংশ ভোট | তবে বিধানসভায় বিজেপি পরে ৪৩ শতাংশ এবং  তাদের সহযোগী আই পি ইফ টি পেয়েছিল ৭.৫ শতাংশ ভোট | আর বামফ্রণ্ট পেয়েছিল ৪৫ শতাংশ ভোট | 

বিজেপি মনে করছে যে , ত্রিপুরার দুটি লোকসভা আসন ই তাঁদের দখলে যাবে | ত্রিপুরা সিপিএম নেতারও লোকসভা ভোটে দুটি আসন দখল রাখার  ভাবনা থেকে সরে আসতে চাইছেন | বঙ্গ সিপিএম নেতারা পশ্চিমবংগের ৪২ , ও ত্রিপুরার দুটি মিলে মোট ৪৪ আসনের একটিতেও জয়ের ব্যাপারে আর আত্ববিশ্বাসী নন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment