Indiapost24 Web Desk: পঞ্চায়েত ভোটে তৃনমূলের হয়ে এবার মনোনয়ন পত্র জমা দিলেন পাড়ুইয়ের হৃদ্য় ঘোষ | বীরভূমে পাড়ুই থানা এলাকায় কসবা পঞ্চায়েত সমিতি | সেই পঞ্চায়েত সমিতির হয়েই বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দেন হৃদ্য় |
মনোনয়ন পত্র জমা দিয়ে হৃদ্য় ঘোষ বলেন ' আমি বরাবরই
তৃনমূলে ছিলাম | দলের নির্দেশেই আমি মনোনয়ন পত্র দাখিল করেছি '| হৃদ্য় ঘোষ এখন বীরভূম জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘোর সমর্থক |
0 comments:
Post a Comment