Indiapost24 Web Desk :আজ সকালেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মুখ ভার আকাশের | আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে | উত্তরে ঘূর্নাবাতের জেরে সাতসকালেই ঝড় বাঁকুড়া , বীরভূম , পুরুলিয়া , বর্ধমান , দুই মেদনীপুর , ঝাড়গ্রামেও | ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ল কলকাতাতেও | রাজ্যে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৮ জনের |
সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা | তারপর হঠাৎ বৃষ্টি | ভরা গ্রীষ্মে বাদল ধারায় পুরুলিয়ায় এক ধাক্কায় পারদ অনেকটা নামল | স্বস্তিতে কলকাতা শহরবাসী | ভোর থেকে মুর্শিদাবাদের আকাশও ছিল ঘন কালো মেঘে ঢাকা | বেলা বাড়লেই জেলা জুড়ে শুরু হয় বৃষ্টি | পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া | ঝেঁপে বৃষ্টি | সঙ্গে বজ্র বিদ্যুৎ আর ঝোড়ো হাওয়া | সপ্তাহের প্রথম দিনে এমন আবহাওয়ায় শিল্পাঞ্চলে গৃহবন্দী মানুষ | দুর্গাপুরেও একই ছবি |
0 comments:
Post a Comment