স্নেহাশিষ মুখার্জি :
আলিপুরদুয়ারের উপজাতি খৃষ্টান তথা বিজেপি নেতা জন বারলাকে গ্রেপ্তার করলো পুলিশ | বানারহাট থানা এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয় | সেখান থেকে জলপাইগুড়ি শহরে আনা হয় | জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন যে , আলিপুরদুয়ারে 2010 - 2011 সালে খুনের মামলা ও জাতীয় সড়ক ঘেরাও মামলায় জন বারলাকে গ্রেপ্তার করা হয়েছে |
পুলিশ সুপার জন বারলাকে গ্রেপ্তার খবর নিশ্চিত করেন | বিজেপির ভারতীয় যুব মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি শ্যাম প্রসাদ বলেন , জন বারলাকে কেন গ্রেপ্তার করা হল , পুলিশ আমাদের বলছে না | আমরা থানায় এসছি | আমাদের আইনজিবী আসছেন | এর আগেও আমাদের নেতা শিব শঙ্কর দত্তকে গ্রেপ্তার করা হয়েছে |
আজ জন বারলাকে গ্রেপ্তার করার কারণও বলছে না | রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই গ্রেপ্তার বলে অভিযোগ গেরুয়া শিবিরের | আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শাসক দল তৃণমূল কংগ্রেসকে জোরালো প্রতিরোধের ইঙ্গিত দেওয়ার পরই দলের প্রথম সারির নেতাদের গ্রেপ্তার করার পরিকল্পণা বাস্তবায়ণ করছে তৃণমূল কংগ্রেসও জেলার পুলিশ প্রশাসন এমনটাই অভিযোগ বিজেপির |
0 comments:
Post a Comment