Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কেয়ারবনিতে বিজেপির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে| অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা|
ঘটনার পর দুপক্ষই একে অপরের বিরুদ্ধে চন্দ্রকোনা বিট হাউস থানায় অভিযোগ জানিয়েছে| চন্দ্রকোনায় হিংসা, পাল্টা হিংসার রাজনীতিতে সন্ত্রস্ত স্থানীয় মানুষজন এমনটাই অভিযোগ|
0 comments:
Post a Comment