সিউড়িতে এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা !!!



Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জেলা সদর সিউড়ির  সদর হাসপাতালের ভিতরে থাকা একটি রাষ্ট্রায়াত্ত   ব্যাঙ্কের এটিএম ভাঙচুর করলো দুষ্কৃতিরা | এটিএম মেশিন  ভেঙ্গে  টাকা লুটের চেষ্টা করা হয় বলে অভিযোগ | গতরাতে ঘটনাটি ঘটেছে বলে অনুমাণ | 

আজ সকালে হাসপাতালের এক চিকিৎসক ঐ এটিএম থেকে টাকা তুলতে যান | সেসময় বিষয়টি তাঁর নজরে আসে | সঙ্গে সঙ্গে হাসপাতাল কৰ্তৃপক্ষকে বিষয়টি জানান হয় | এরপর পুলিশ ঘটনাস্থলে এসে এটিএম মেশিনের সাটার নামিয়ে তা বন্ধ করে দেয় | 

পুলিশের তরফে জানান হয়েছে এটিএম মেশিনটিতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতিরা | সেটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করে তারা | নিরাপত্তা রক্ষিরা না থাকায় এটিএম ভেঙ্গে টাকা লুটের চেষ্টা করা হয় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment