ছোট বাচ্চাদের কে কখনোই বেশি কিসমিস দেবেন না !!!!

  
Indiapost24 Web Desk : খুশি করতে মাঝে মাঝেই সুযোগ পেলে বাচ্চাদের দেন,প্যাকেট ভর্তি কিসমিস ? তার হাত থেকে নিয়ে নিজেও দু'চারটে খেয়ে ফেলেন টপাটপ ? ভাবেন কিসমিসে অনেক অনেক ভিটামিন আছে। সেটা খেলে আপনার বাচ্চা খুব ভালো থাকবে ? 

তাহলে আপনি খুবই ভুল ভেবে আসছেন এতদিন। বাচ্চার হাতে প্যাকেট প্যাকেট কিসমিস তুলে দিচ্ছেন মানে, আসলে তার ক্ষতি করছেন। এখন এমনটাই বলছেন চিকিৎসকরা।
স্যালবোর্ডের বিখ্যাত দাঁতের ডাক্তার সারা সাবির। তিনি বলছেন, বাচ্চা বেশি কিসমিস খাচ্ছে মানে, তার দাঁতের দফা-রফা। আজ নয়তো কাল খুব শিগগির দাঁতগুলো নষ্ট হয়ে যেতে বসেছে তার। কিসমিস তো বটেই বেশিরভাগ ড্রাই ফুড,এই আপনার বাচ্চার দাঁত গুলো নষ্ট হয়ে যাবে। একটা ছোট কিসমিসের প্যাকেটে যতটা কিসমিস থাকে, তার হিসেব করে দেখা গিয়েছে অন্তত আট চামচ চিনি থাকে। 

একটা চার থেকে পাঁচ বছর বাচ্চার কিছুতেই ছয় চামচ  চিনি খাওয়া উচিত নয় একদিনে। তাই আট চামচ চিনি খেলে তার দাঁত নষ্ট হবেই। তাই আজ থেকে বাচ্চাকে খুশি করতে গিয়ে মোটেই কিসমিস খাওয়াবেন না। আপনার বাচ্চা ফোকলা হয়ে গেলে ভালো লাগবে? দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। এ তো কবেকার প্রবাদ।
Indiatost24

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment