মুর্শিদাবাদের লালবাগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও হেলমেট বিতরণ !!!



স্নেহাশিস মুখার্জি :রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  অনুপ্রেরণায় ভগবানগোলা-2 ব্লক বুদ্ধিজীবি-ওয়েলফেয়ার সোসাইটি ও শিক্ষানুরাগীদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ,হেলমেট বিতরণ ও বিশেষ স্মারক সম্মান প্রদান অনুষ্ঠিত হল  রানীতলা থানা সংলগ্ন ময়দানে।


 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজ সেবক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লালবাগ মহকুমার  সভাপতি  রাজীব হোসেন  ও আরো অনান্য বিশিষ্ট বর্গ ও নেতৃত্ব গন | উক্ত রক্তদান শিবিরে প্রায় ১৫০ জন রক্তদান করেন | 


লালবাগ মহকুমার তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব হোসেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন মা মাটি মানুষের স্বপ্নের প্রকল্প হল 'সেফ ড্রাইভ  সেফ লাইফ' .. রাজ্য সরকারের এই প্রকল্পের ফলে অনেকাংশেই  একসিডেন্টের প্রবণতা কমেছে | মানুষকে আমরা সচেতন করছি |

 কিন্তু কিছু মানুষ আছেন যাঁরা অন্যকে হেলমেট পরার উপদেশ দিলেও নিজেরা পরেন না | এই প্রবণতা আমাদের কাটাতে হবে | নিজেদের স্বার্থে পরিবারের স্বার্থে হেলমেট পরতে হবে |   কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও 
সুস্থ থাকবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment