পশ্চিমবঙ্গে জয় নিশ্চিত মোদির একাধিক প্রচার!!!

 


Indiapost24:বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত নরেন্দ্র মোদি আর একাধিক জনসমাবেশে ভাষণ দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। জানা গেছে যে,পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আগেই আবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে কোনরকম খান্কি রাখতে চাইছে না কেন্দ্রের শাসক দল বিজেপি। সেই লক্ষ্যে চার দিনের মধ্যে বাংলার তিনটি জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদি।দলীয় সূত্রে খবর যে পুরুলিয়া কাঁথি এবং বাঁকুড়ায় তিনটি জনসভা করবেন তিনি। বিজেপির একটি অংশের তরফে জানানো হয়েছে, আগামী 18 মার্চ পুরুলিয়ায় জনসভা করবেন মোদি।18 মার্চ খরগপুরেও টলি তারকা বিজেপি প্রার্থী হিরনের হয়ে নরেন্দ্র মোদির জনসমাবেশে ভাষণ দেবেন। একইভাবে কুড়ি মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে আশা তরুণ ডাকাবুকো নেতা তথা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দী শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে প্রচার সারবেন মোদি এমনটাই দলীয় সূত্রে খবর। পরদিনই আবার নরেন্দ্র মোদী সভা করবেন বাঁকুড়ায়। এমনিতে আগামী 27 শে মার্চ এবং ১  এপ্রিল প্রথম দুই দফায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝারগ্রামে রীতিমতো দাপট দেখিয়ে ছিল বিজেপি। তারই মধ্যে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু। তাই এবার বাড়তি হিসেবে দুই মেদিনীপুরের 31 টি আসন কে নিশানা করেছে বিজেপি। সেই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের মতে মোদির কাছে সবার দিকে বাড়তি নজর থাকবে।কারণ সেখানে থেকেই সম্ভবত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করবেন মোদি। যে কাজটা গত 7 মার্চ ব্রিগেডে করে গিয়েছিলেন। বলেছিলেন দিদির স্কুটি নন্দীগ্রামে পড়তে চাইলে আমি কি করতে পারি।তাই এবার নন্দীগ্রামের আরো কাছে এসে আক্রমণের ঝাঁজ আরো বাড়াবেন বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment