উচ্চ মাধ্যমিকের রেজাল্ট না আসায় স্কুলের বিল্ডিংয়ের ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার হুমকি 5 ছাত্রের।

স্নেহাশীষ মুখার্জি, নদীয়া, 28 জুলাই::এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট না আশায় স্কুলের বিল্ডিং এর ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার হুমকি 5 ছাত্রের। নদীয়ার চাকদহ থানার মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় এর ঘটনা। 5 ছাত্রের দাবি তারা এবারের উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাননি। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া পাননি। অবশেষে নিরুপায় হয়ে স্কুলের ছাদের উপর থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেখাল 5 ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদাহ থানার পুলিশ। অবশেষে পুলিশের তত্ত্বাবধানে এবং আশ্বাসে তারা স্কুলছাদ থেকে নিচে নেমে আসে। তাদের দাবি, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে যথা উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদের রেজাল্টের ব্যবস্থা করতে হবে। জানা যায় স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পার ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যে ফর্ম ফিলাপ করতে হয়, সেই ফরম ফিলাপ করেনি তারা। যার কারনে স্বাভাবিকভাবেই তাদের রেজাল্ট আসেনি। যদিও গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে চাকদা থানার প্রশাসন।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment