তবে কি তৃণমূলে এবার হেভিওয়েটরা?

 



রনি,পার্ক সার্কাস: তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দিল্লি সফরে এসে জোরালো সক্রিয়। রাজধানীতে সম্ভাব্য ধর্না আন্দোলনের প্রস্তুতির পাশে বিজেপি ও কংগ্রেসের বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে যোগাযোগ করেছেন। অভিষেক উত্তরপ্রদেশে তৃণমূলের গণভিত্তিকে জোরদার করতে সক্রিয়। তিনি বিজেপির বিদ্রোহী সাংসদ বরুণ গান্ধী, তার মা প্রয়াত সঞ্জয় গান্ধীর পত্নী মানেকা গান্ধী ও ত্রিরুবুন্ডাপুরমের বিদ্রোহী কংগ্রেসী সাংসদ শশী থারুরকে তৃণমূলে আনতে সক্রিয় হয়েছেন। অভিষেক ঘনিষ্ঠ শিবিরের আশা যে, বরুণ গান্ধী পিলভিটে তৃণমূলের প্রার্থী হিসাবেই ২৪-এর লোকসভা নির্বাচনে লড়বেন। সমাজবাদী পার্টি যাতে বরুণকে সমর্থন দেয় তা নিয়ে অখিলেশের সঙ্গে কথা বলবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দলীয় সূত্রের খবর।


অভিষেক যথার্থই তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলে পরিণত করার স্বপ্ন ফেরি করে চলেছেন। বরুণ ও মানেকা গান্ধী তৃণমুলে যোগ দিলে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস সামনের সারিতে চলে আসবে। এদিকে শশী থারুরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তৃণমূল শিবির। ডেরেক ও ব্রায়ান, সুখেন্দু শেখর রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় শশী থারুরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এদিকে সমাজবাদী পার্টি, আপ, বি আর এসকে নিয়ে বিজেপি বিরোধী অ-কংগ্রেসী জোটের চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস শিবির। এবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি রাজ্যে তৃণমূল কংগ্রেস গঠনে অতি সক্রিয় ভূমিকা নিয়েছেন। তাতে রাজনৈতিক জল্পনা আরো তুঙ্গে উঠেছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment