নিজের শর্তে অনড় মমতা

 



দিলীপ চট্টোপাধ্যায়: ইন্ডিয়া জোটে আস্থা রাখছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী পরিবার ও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর বোঝাপড়াও মসৃণ। তবে ২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস কে ২টি আসন ছাড়ার ব্যাপারে তিনি এখনো অনড়। কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব চাইলে বড়জোর আরো একটি আসন ছাড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বঙ্গ কংগ্রেসের ৬-৮ আসনের দাবিকে আমল দিতে চান না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের ঘোষিত অবস্থান বহরমপুর ও মালদহ দক্ষিণ এই ২ টি আসন তারা। কংগ্রেস কে ছাড়তে প্রস্তুত। সিসিএম তথা বাম জোটের সঙ্গে তিনি কোন সম্পর্কই রাখতে চান না। চিড়ধরা মুসলিম ভোট ফিরে পেতে কংগ্রেস কে ২/৩ টি আসন ছাড়তে রাজি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আরো বেশী আসন চেয়ে আর্জি জানিয়েছে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে, যদিও

কংগ্রেস হাইকম্যান্ড এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো কোন আলোচনায় বসেন নি।

তৃণমূল কংগ্রেস অসম ও মেঘালয়েও লড়তে চায়। অসমে সুস্মিতা দেব, রিপুন বরার জন্য আসন চাইতে চলেছেন। মেঘালয়ে মুকুল সাংমার জন্য আসন চেয়ে তারা কংগ্রেস হাইকম্যান্ডের কাছে আর্জি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সিপিএম তথা বাম জোটের সঙ্গে সমঝোতায় সাচ্ছন্দ্য বোধ করতে চাইছেন। কিন্তু সর্বভারতীয় স্তরে অধীর চৌধুরি, দীপা দাসমুন্সি, আবু হাসেম

খান চৌধুরিদের অপর পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে জোটের জন্য চাপ বাড়াতে পারেন এমন আশঙ্কা তীব্র হচ্ছে। আবু হাসেম খান চৌধুরির প্রথম পছন্দ তৃণমূলের সঙ্গে জোট। অধীর চৌধুরি ও এবার বহরমপুরে হারার ঝুঁকি এড়াতে

চাইছেন। তিনিও তৃণমূলের সঙ্গে জোটে নিমরাজি হতে পারেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment