Indiapost24 Web Desk:পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে তার বহরমপুর কেন্দ্রে হারাতে মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রবীণ নেতারা ইতিমধ্যে অধীর চোউধুরীকে কিভাবে হারানো যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন। ২০১৯-র একদিকে সি পি এমের সরাসরি সমর্থন, অন্যদিকে গোপনে বিজেপি-আর এস এসের মদতে অধীর চোউধুরী বহরমপুর কেন্দ্রে প্রায় ৮০ হাজারের বেশি ভোটে জিতে যান। শেষ মুহুর্ত্যে আর এস এসের নির্দেশে বিজেপি প্রার্থী ও কর্মীরা বসে যান। তারা অধীর চৌধুরীকে জেতাতে মাঠে নামেন বলে অভিযোগ করে থাকেন তৃণমূল নেতৃত্ত্ব।
এবার অনেক আগে থেকেই সক্রিয় হয়ে মাঠে নেমেছেন তৃণমূল নেতৃত্ব। জল্পনায় উঠে এসেছে তৃণমূল চিকিতসক নেতা ডাঃ শান্তনু সেনের প্রার্থী হওয়া। যদিও তৃণমূল নেতৃত্ব এখনও প্রার্থীর নাম চূড়ান্ত করেন নি বলে দলীয় সূত্রের খবর। দলনেত্রী মমতা চান যেকোন মূল্যে অধীর চৌধুরীকে হারিয়া ঐ আসন দখল নিতে।
0 comments:
Post a Comment