পশ্চিমবঙ্গে রামনবমীতে ৫ হাজার শোভাযাত্রা

 


Indiapost24 Web Desk: নির্বাচনের মুখে পড়েছে এবার রামনবমী। এবার ইংরেজি ১৭ই এপ্রিল পড়েছে মহারামনবমী। রামনবমীতে নানাকর্ম সূচী নিয়ে

সক্রিয় আর এস এসের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ সহ নানা হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দু জাগরণ মঞ্চ মহা রামনবমীতে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, হলদিয়া, রাণাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর সহ রাজ্যে ৫হাজার মিছিল- শোভাযাত্রার কর্মসূচী নিয়েছে। এর মধ্যে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ জেলাও রয়েছে। এর মধ্যে এনিয়ে বিস্তারিত কর্মসূচী তৈরি

হয়েছে। হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে রাজ্যে রামনবমীর মিছিলে গুরুত্ব দেওয়া হয়েছে। জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের জেলা বীরভূম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জেলা। প্রতি বছরই রামনবমীতে আর এস এস ঘনিষ্ট হিন্দুতবাদী সংগঠনগুলি নানা কর্মসূচী নিয়ে থাকে এ বছরও তা পালিত হবে। তবে রাজনৈতিক মহলের ধারণা যে এ বছর পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন জোগাতেই আর এস এসের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চ রাজ্যে ৫ হাজারের বেশি ছোট বড় মিছিল, ধর্মীয় শোভাযাত্রার কর্মসূচী নিত চলেছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment