Indiapost24:পশ্চিমবঙ্গে আসন্না লোকসভা নির্বাচনকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপির বিরোধিতায় বামপন্থী শিবির ও কংগ্রেসের জোটবদ্ধ হওয়ার কাজ শুরু হয়ে গেছে। অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্যদের সঙ্গে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা চলেছে। এদিকে এরই মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল স্তরে কংগ্রেস ও সি পি এমের নেতৃত্বাধীন বাম শিবির জনগনের নানা ইস্যুতে যৌথ আন্দোলনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছেন যে, বাস্তবে বাম কংগ্রেস জোট তৈরী হলে পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি, তৃণমূল কংগ্রেসের প্রত্যাশায় বড় রকমের বাধা তৈরী হতে পারে। কংগ্রেস বাম শিবিরের লক্ষ্য পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির কড়া চক্করের সম্ভাবনার মধ্যে বাম-কংগ্রেস জোট তৃতীয় শক্তি হিসেবে নির্ণায়কের ভূমিকায় চলে আসতে পারে। মুর্শিদাবাদ, মালদহের মত জেলার কংগ্রেস অনেক সমীকরণই উল্টে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একাধিক নেতাই মনে করেন যে, বাম কংগ্রেস জোটের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখও জরুরী। তাই অধীর চৌধুরীকে মুখ করে কংগ্রেস নির্বাচনে লড়তে চাইছে।
তাদের আশা সি পি এম সহ বাম শিবিরও প্রচারে অধীরবাবুকে মমতার বিকল্প মুখ হিসেবে মেনে নিতে রাজী হবেন। কংগ্রেসের সাফ কথা একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটকে তৃণমূলস্তরে নিয়ে যেতে হবে। জোটের বিকল্প কর্মসূচী ও অর্থনীতি তুলে ধরার পাশে জোটের নেতার নামও পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলেধরা জরুরী। অধীর চৌধুরীর ঘনিষ্ট পশ্চিমবঙ্গ কংগ্রেস নেতারা মনে করেন যে, অভিন্ন কর্মসূচী, নেতাকে সামনে রেখে মেরুকরনে বিদ্ধ পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে অবিলম্বে বাম কংগ্রেস জোটকে ঝাপিয়ে পড়তে হবে। তবেই তৃণমূল বিজেপে বিরোধী তৃতীয় শক্তির রাজনীতিকে পশ্চিমবঙ্গের মানুষর সামনে তুলে ধরা সম্ভবপর হবে। বাম কংগ্রেস জোটের সক্রিয়তা বাড়ায় তৃণমূল ও বিজেপি শিবিরেও যে চিন্তার ভাজ দানা বাঁধতে তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহলও।
0 comments:
Post a Comment