জাতীয় রাজনীতিতে সক্রিয় মমতা

 



Indiapost24 Web Desk:জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটকে আরও সক্রিয় করতে তৎপর হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ে শিল্পপতি মুকেশ আম্বানি পরিবারের এক সামজিক পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেন। তারি মধ্যে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, এন সিপি সুপ্রিমো শারদ পাওয়ার প্রমুখদের সঙ্গে সাক্ষাত করেন মমতা নবন্দ্যোপাধ্যায়। 

উদ্ধব ঠাকরে ও শারদ পাওয়ারের সঙ্গে ইন্ডিয়া জোটকে আরও গতিময় শক্তিশালী করার কৌশল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সদর্থক মত বিনিময় হয়েছে। ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম দল হল তৃণমূল কংগ্রেস। সাংসদের ভিতরে ও বাইরে ইন্ডিয়া জোট শরিকদের মধ্যে জোরালো সমন্বয়ের উপর জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘন ঘন জোটের জাতীয় নেতাদের বৈঠকের ব্যাপারেও উদ্ধব, পাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত হয়েছেন বলে সূত্রের খবর।

উদ্ধব- শারদ পাওয়ার সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়  এই বছর হরিয়ানা, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন নিয়ে ও আলোচনা করেন।

চার রাজ্যেই বিজেপির পরাজয়কে সুনিশ্চিত করার পাশে ঐক্যবদ্ধ প্রচার ও জন সংযোগের উপরে জোর দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব সমর্থন করেছেন উদ্ধব ও শারদ পাওয়ার এমনটাই খবর।

শারদ পাওয়ার উদ্ধব ঠাকরের মূল্যায়ন মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের জয় সুনিশ্চিত।  বিজেপির কোন কৌশলই সেখানে কাজে লাগবে না। এই বছরের শেষেই মহারাষ্ট্রে ২৮৮টি আসনে বিধানসভা নির্বাচন। পাওয়ার উদ্ধব মমতা কে জানিয়েছেন ইন্ডিয়া জোট ও মহা বিকাশ আগাড়ির প্রায় ২০০ আসনে জয়লাভ নিশ্চিত। এবারের  লোকসভা নির্বাচনে এন সি পি শিবসেনা ও কংগ্রেস ৪৮ লোকসভা আসনের ৩৩ আসনে জয়ী ও ১৫৩ টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে।  তাঁদের মতে প্রবল চাপেই রয়েছেন মোদী শাহ্রা। অন্যদিকে মহারাষ্ট্রে মহা বিকাশ আগাড়ির প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন থেকেই আমন্ত্রণ জানা উদ্দব ও শারদ পাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে প্রচারে যেতে রাজি হয়েছেন বলেই সূত্রের খবর।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment