Indiapost24 Web Desk:২০২৬-এর বিধানসভা নির্বাচনে চতুর্থবার ক্ষমতায় ফিরতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় ব্লুপ্রিন্ট তৈরি। প্রচার, জনসংযোগ,সামাজিক নানা পরিকল্পনা রচনায় ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাক ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতারা। দলের তথ্য-প্রযুক্তি, সামাজিক মাধ্যম শাখাকে শুধু পশ্চিমবঙ্গেই নয় জাতীয়স্তরেও আরো সক্রিয় করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আই-প্যাক বিজেপির পশ্চিমবঙ্গের সাংসদ, বিধায়ক ও তৃণমূলস্তরের জনপ্রতিনিধিদের ভাঙ্গনের রাস্তায় যেতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।
শুধু বিজেপিই নয়, কংগ্রেস, সিপিএম,সিপিআই, আরএসপি,ফরোয়ার্ড ব্লকের মত রাজনৈতিক দলের পাশে আইএসএফকে ভাঙ্গতেও সক্রিয় হতে পারে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস সুত্রের দাবি রাজ্যের শাসক দলের সঙ্গে গোপনে বিজেপির তিন জন সাংসদ,১২ জন বিধায়ক যোগাযোগ রেখে চলেছেন। বিধায়কদের মধ্যে ৬ জন উত্তরবঙ্গের। বাকি ৬ জন দক্ষিণবংগের বলে জানা গেছে।
মমতা ২৬-এ আরো জনসমর্থন ও ২৫০-২৬০ আসন জিতে চতুর্থবার ক্ষমতায় ফিরতে চাইছেন বলে তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে দলের গদ্দার ও গেরুয়া শিবিরের চরেদের চিহ্নিত করতে কাজ শুরু করেছেন। আই-প্যাকও দলের গদ্দারদের চিহ্নিত করতে হাত লাগিয়েছে বলে প্রকাশ।
বিজেপির অন্দর মহলের আশঙ্কা কেন্দ্র চুপ করে বসে থাকলে তৃণমূল কংগ্রেসকে বিজেপির অভ্যন্তরে ভাঙ্গনের অপারেশন চালাবে তাও নিশ্চিত।
0 comments:
Post a Comment