Indiapost24 Web Desk:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করায় এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে মমতার বিরুদ্ধে পোস্ট দেন ওই শিক্ষার্থী। তিনি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, মমতাকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যা করা উচিত।
ওই শিক্ষার্থীর পোস্টটি শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি সাগরিকা ঘোষ। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নিয়ে এ ধরনের পোস্ট তাকে হত্যা করার হুমকির সামিল। কিরতি সোস্যাল নামের এক শিক্ষার্থী ওই পোস্টটি করেছেন বলে জানা গেছে।
এমপি সাগরিকা ঘোষ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, প্রিয় ডিসিপি সাইবার ক্রাইম, দয়া করে কিরতি সোস্যাল নামের এই ইনস্টা অ্যাকাউন্টটি চেক করুন। এটা পড়ে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত কিরতি শর্মা বিকম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি এক পোস্টে লিখেছেন, মমতা ব্যানার্জীকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যা করুন। যদি আপনারা না পারেন তবে আমি আপনাদের হতাশ করবো না।
0 comments:
Post a Comment