আবার মমতার মাষ্টার স্ট্রোক?

 

India


post24 Web Desk:সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ও একের পর এক পরিকল্পনার শোচনীয় হার হয়েছে বিজেপির। এবার ২৯৬-এর বিধানসভা নির্বাচনের সাংগঠনিক, প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

২৬-এর আগে ২০২৫-এর দুর্গাপুজা নাগাদ বাংলার মহিলাদের সর্বজনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মী ভান্ডার’-এর অনুদানের পরিমাণ দেড় হাজার টাকা করার পরিকল্পনা নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে ২৫ সালেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পশ্চিমবাংলার মহিলাদের আরো ৫০০ টাকার অনুদান বাড়তে চলেছে। এছাড়া রাজ্যে সমস্ত দূর্গাপূজা কমিটি ও দুর্গাপুজা পরুচালনায় যে সব ক্লাব যুক্ত তাদের ১লক্ষ টাকা করে রাজ্য সরকারের অনুদান দেওয়া হবে। ২৪ সালে দুর্গাপুজার জন্য ক্লাব, কমিটিগুলি ৮৫ হাজার করে টাকার অনুদান পেতে চলেছে। ২৬-এর নির্বাচনকে লক্ষ্য রেখে দূর্গাপুজায় বিদ্যুৎ এর বিল-মাসুল পুরোপুরি মুক্ত করা হবে। এবছর থেকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর ‘খেলা হবে’ দিবস পালন করবে।

এজন্য প্রত্যেক ক্লাবগুলিকে ১ লক্ষ করে টাকা অনুদান দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই প্যাকও তাদের রিপোর্টে ভোটের রাজনীতিতে লক্ষ্ণী ভান্ডার,দূর্গাপূজায় কমিটি, ক্লাব গুলিকে অনুদান দেওয়ার ব্যাপক রাজনৈতিক প্রভাব ও তৃণমূল কংগ্রেসের প্রতি জনসমর্থনের কথা জানিয়েছে।

রাজ্যের রাজনৈতিক পর্যবক্ষকরা মনে করছেন যে, ২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে দূর্নীতি,আইন-শৃংখলার অবনতি,প্রতিষ্ঠান বিরোধী ঝোঁককে প্রতিহত করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে পরিকল্পনা নিয়ে মাষ্টার স্ট্রোক দেওয়ার রাস্তায় হাঁটছেন তা স্বাভাবিক ভাবে উদ্বেগে গেরুয়া শিবিরের নেতারা।  

২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের টার্গেট ২৫০-২৭০ আসন দখল করা। 


দলের মধ্যে স্বচ্ছতা এবং স্বচ্ছ লোকদের গুরুত্ব দেওয়ার জন্য  তৃণমূল নেত্রী বিভিন্ন সভা থেকেই সরাসরি বলছেন বিত্তবান লোক নয় বিবেকবান লোক চাই!আবার অন্যদিকে দলের ভাবমূর্তি ও গ্রহণযোগ্য তাকে আরও বাড়িয়ে তোলার জন্য দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতিক 'এক ডাকে অভিষেক'- র হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছেন দলের নামে টাকা,সরকারি কাজে বাধা দেওয়া বা দলের ভয় দেখিয়ে  কোন নেতা-কর্মী কোন অনৈতিক কাজে যুক্ত থাকলে,নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে দলের তরফ থেকে!সার্বিক ভাবে মুসলিম-হিন্দু-দলিত-উপজাতিদের কাছে টানার কৌশল নিয়ে হাঁটছেন মমতা-অভিষেক। গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা তাই বেজায় চিন্তায় পড়েছেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment