বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন

 



Indiapost24 Web Desk:বাংলাদেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। যার নেতৃত্বে থাকবে সেনাবাহিনী। এসবের মাঝে ভারত-বাংলাদেশ সীমান্তে হাই-অ্যালার্ট জারি করেছে বিএসএফ।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাজনৈতিক হিংসার সাক্ষী থেকেছে বাংলাদেশ। দেশে এক অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি । পাশাপাশি তিনি ৪৮ ঘন্টার মধ্যে সর্বদল বৈঠকের ডাক দিয়ে। 

ঢাকায়, বিক্ষোভকারীদের বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং শেখ হাসিনার বাবা মুজিবর রহমানের একটি মূর্তি ভাঙতে দেখা যায়।

তুমিল অশান্তির মধ্যেই দেশ ছাড়লেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পরই পদত্যাগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেইলি স্টারের খবরে বলা হয়, হাসিনা সোমবার ঢাকা ত্যাগ করে ‘নিরাপদ স্থানে’র উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি আজ ভারতে অবতরণ করবেন। তিনি এবং তার বোন তার সরকারি বাসভবন গণ ভবন ছেড়ে গেছেন।

গণভবনে হাজার-হাজার মানুষ ঢুকে পড়েছেন বলেই খবর।

দেশ ছাড়লেন হাসিনা। পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদ পত্র প্রথম আলো এই খবর জানিয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকের-উজ-জামান ।

ঢাকায় বিক্ষোভ। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শহরের কিছু অংশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

নতুন করে বিক্ষোভ শুরু হওয়ায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান সোমবার দুপুর ২টোয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাং

 ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। সকল ছাত্র এবং অভিভাবকদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য পুলিশের তরফে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশে বিক্ষোভে ৩২ শিশু নিহত, অনেক আহত ও আটক রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে “ইউনিসেফ এখন নিশ্চিত করেছে যে জুলাইয়ের বিক্ষোভে কমপক্ষে ৩২ শিশু নিহত হয়েছে, আরও অনেককে আহত ও আটক করা হয়েছে। এ এক ভয়াবহ ক্ষতি। ইউনিসেফ সকল হিংসার নিন্দা জানায়।”

ক্রমবর্ধমান হিংসার প্রেক্ষিপ্তে অনির্দিষ্টকালের জন্য রেল পরিষেবা স্থগিত । পাশাপাশি দেশের পোশাক কারখানাগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, “বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, শ্রমিকদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে মালিকরা সারাদেশে সমস্ত পোশাক কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে,”

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment