Indiapost24 Web Desk:'উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উত্তেজনা সৃষ্টি করছেন শুভেন্দু অধিকারী। কেউ কাউকে ভয় পায় না। ৪০০ পার মায়ের ভোগে চলে গেছে। প্রশাসন কি করেছে যে ভয় পাবে। এগুলো হচ্ছে নোংরা রাজনীতিক খেলা। কখনই সন্দেশখালী নিয়ে ভুল প্রচার করেছে। এখন সর্বোচ্চ আদালতে কেস আছে। আমি মনে করি বিচার হবে। সিবিআই কে অনুরোধ করব তাড়াতাড়ি তদন্ত করবে। দেশজুড়ে ধর্ষণ হয়ে যাচ্ছে। অসমের ঘটনায় মেয়েটিকে মেরে দিয়েছে। যেটা যোগী রাজ্য এনকাউন্টার হয়। আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করছি। এটা কি মহাপুরুষ আর মনীষী দের ভারতবর্ষ? প্যান ইন্ডিয়া জুড়ে যেভাবে ধর্ষণ করে খুন হচ্ছে, তাতে আমরা আমাদের বাচ্চাদের কী জবাব দেব। বিজেপি মানুষকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত করছে। উস্কানি দিচ্ছে।' শনিবার এভাবেই কেন্দ্রীয় শাসক দল ভাজপার কড়া ভাষায় সমালোচনা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে ভাজপা নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করে তারও সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম। আগামী মঙ্গলবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে আন্দোলনরত চিকিৎসকেরা। ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন জানিয়েছে নবান্ন অভিযানের। এদিন ফিরহাদ বলেন, 'আমি মনে করি বিচার হবেই। শুধু সিবিআইকে অনুরোধ করব তাড়াতাড়ি তদন্ত করতে। আমরা বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখেছি।' প্রশাসনের বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ার্সদের সিম কার্ড দেওয়ার অভিযোগ তুলেছেন ভাজপা নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে এদিন ফিরহাদ বলেন, 'সরকারের তো আর অন্য কোন কাজ নেই, যে সরকার সিভিক ভলেন্টিয়ার্সদের সিম কার্ড দেবে। শুভেন্দু অধিকারী উস্কানি দিচ্ছেন।' এদিন কলকাতা পুরসভায় সাংবাদিক সম্মেলনে মেয়র বলেন, ' কলকাতা সুরক্ষিত। সারা ভারতবর্ষ জুড়ে হিংসা এবং ঘৃণার রাজনীতি সমাজে বাড়ছে। উগ্রতা দিয়ে সমাজে পরিবর্তন আসে না। সমাজ পরিবর্তন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। উপরে ভগবান অন্যায় করতে পারে না। আদালত অন্যায় করবে না আমাদের সম্পূর্ন বিশ্বাস আছে। এখন আন্দোলন থেকে বেশি উস্কানি দেওয়া হচ্ছে।ছাত্রছাত্রীদের রাজনীতি থেকে দূরে থাকা প্রয়োজন। তাদের কে রাজনীতির করা উচিত নয়।' বাংলা ভাগ করার জন্য বিজেপি উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গ করে হাসপতালের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ মেয়র ফিরহাদ হাকিমের। বামপন্থীরা এখন শূন্য হয়ে গেছে। তাই আন্দোলনের নামে নিজেকে দার করানো চেষ্টা করছে। এটা সামাজিক ব্যাধি। এটা আমাদের সংস্কৃতি নয়। আজকে অসম, কালকে উত্তর প্রদেশে, পরে দিন মহারাষ্ট্র। এই সমাজ কে পাল্টাতে হবে এত ঘৃণা কেন? সমাজকে পাল্টাতে হবে। আমরা চাই সিবিআই তাড়াতাড়ি তদন্ত শেষ করুক।সিট এর উপরে ভরসা করতে পারছে না। তাহলে দেখি কোর্ট কতদিন সিবিআইয়ের উপরে ভরসা করে বললেন মেয়র ফিরহাদ হাকিম।
0 comments:
Post a Comment