আরজিকরে হামলার ঘটনায় কলকাতা পুলিশ সাসপেন্ড করল তিন পুলিশ কর্তাকে

 


 ndiapost24 Web Desk:আরজি কর হাসপাতালে মাঝরাতে হামলার ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় কলকাতার দু'জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ও একজন পুলিশ ইন্সপেক্টরকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, ১৪ অগস্ট রাতে ওই তিন অফিসার আরজি কর হাসপাতাল ও সংলগ্ন এলাকার দায়িত্বে ছিলেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, এরা হলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রমেশ রায় চৌধুরী, মহম্মদ সাকিরুদ্দিন সর্দার এবং ইন্সপেক্টর রাজেশ মিনজ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment