Indiapost24 Web Desk:গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে দু'বছর প্রায় তিহার জেলে আটকে ছিলেন বীরভুম জেলার অবিসংবাদী তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডল। সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে আপাতত মুক্তি ঘটেছে অনুব্রতর । এর সরাসরি আবার রাজনৈতিক প্রভাব পড়েছে বঙ্গের বীরভূম ও পুর্ব বর্ধমান জেলায়।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতার আশীর্বাদ ধন্য অনুব্রতর জেল মুক্তিতে এখন উৎসবের মেজাজে বীরভূম তৃণমূল কংগ্রেস।তবে এবার, ঐক্যবদ্ধ ভাবে গেরুয়া শিবির সহ বিরোধীদের মোকাবিলায় সিদ্ধান্ত নিয়েছে বীরভুমের তৃণমূল নেতা অনুব্রত।
তাই ২৬-এ বঙ্গের বিধানসভা নির্বাচনে বীরভূমের রাজনৈতিক রোড ম্যাপ তৈরিতে এখন থেকেই অতি সক্রিয় হতে দেখা যাচ্ছে জেলার তৃণমূল শীর্ষ নেতৃত্ব, কালিপুজার পরই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভা। । ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে থাকা দুবরাজপুর সহ জেলার সব আসনেই জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস। অনুব্রত মন্ডল জেল যাওয়ার পর বিরোধীরা জেলা নেতৃত্ব দখলের লক্ষ্যে থাকলেও এখন অনুব্রত ফিরে আসায় সব রাজনৈতিক অংক উলটে যেতে চলেছে!বীরভূম তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার সংকল্প নিয়েছেন অনুব্রত,এমনটাই খবর রাজনৈতিক মহলের।

0 comments:
Post a Comment