বর্ধিত কোর কমিটি মিটিং এ মমতার সাংগঠনিক ও দলীয় কর্মসূচী

Indiapost24 Web Desk : আমরা কোন জনবিরোধী সিদ্ধান্ত নিই না , বর্ধিত কোর কমিটির বৈঠকে  বললেন দিদি  | আজ উত্তীর্ণতে অনুষ্ঠিত হল তৃনমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠক | এই প্রথম নবনির্মিত মুক্ত  মঞ্চে বৈঠক অনুষ্ঠিত হল | সাংসদ ও বিধায়কের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি , ও জেলা পরিষদের নেতা নেত্রীরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে | 

এই বৈঠকে আগামি দিনে  দলের পথ চলার কথা বলতে গিয়ে তিঁনি বলেন -

 ১) আমাদের সংকল্প হোক উন্নততর যুবসমাজ ও উন্নততর চরিত্র গঠন করা  এর মাধ্যমে সামাজিক অবক্ষয় সম্পর্কে সচেতন করতে হবে | 
২) আজ রাজ্য বাজেট পেশ হবে | আগামীকাল কেন্দ্ৰীয় বাজেট , আমরা চিরকাল উন্নয়নের বাজেট করি , মানুষের বাজেট করি |
৩) দীনেশ ত্রিবেদী সেরা সাংসদ , নির্বাচিত হয়েছেন তাঁকে আমার অভিনন্দন | ৪) আগামী কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত ভোট , তার আগে বকেয়া কাজ সেরে ফেলতে হবে 
৫) ইতিমদ্ধেই ২৩ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে | আরও ৮ হাজার কিলোমিটার রাস্তা বাকি |

 ৬) জন্ম থেকে মৃত্যু , শিশু সাথী থেকে সবুজ সাথী , কন্যাশ্রী , শিক্ষাশ্রী , সমব্যাথী সহ সব প্রকল্প চালু করেছি আমরা | ৩ লক্ষ্য জমির পাট্টা দেওয়া হয়েছে | 
৭) মিডিয়ার একাংশ শুধু অপপ্রচার করছে | কখনও ভালো কাজের প্রশংসা তাঁরা করে না  এটা নোংরামি , চীপ , এবং ডার্টি গেম | সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর  ছড়াচ্ছে বিজেপি , অপপ্রচার করছে , আমাদের ওদের বিরুদ্ধে কাউন্টার করতেই হবে | 
৮) আগমী ৬ ঐ মার্চ সব ব্লকে এবং ৭ ঐমার্চ সব জেলায় মহিলা মিছিল হবে | 

৯) আগামী ৮ ঐ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে কলকাতা ও শিলিগুড়িতে মিছিল হবে | 

১০) ২ রা ফেব্রুয়ারি হাওড়াতে ছাত্র যুব সম্মেলন হবে | ৫ ঐ ফেব্রুয়ারি শিলিগুড়িতে এই সম্মেলন হবে . 

11) মহারাষ্ট্রে 1200 কৃষক আত্মহত্যা করেছে | কৃষকরা খুব কষ্টে দিন কাটাচ্ছেন | বিজেপিকে এর জবাব দিতে হবে | এফআরভিআই, কৃষক ভারত আত্বহত্যা , দ্রব্যমূল্য বৃদ্ধি, রেলওয়ে প্রজেক্ট তুলে নেওয়া এই  ইশু  গুলি সম্পর্কে বিজেপিকে জবাবদিহি করতে হবে | 

12) ৮ ঐ মার্চ পর্যন্ত্ প্রত্যেক শনি ও রবিবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মিটিং , মিছিল , পোস্টারিং করতে হবে |

এইভাবে তিনি গোটা রাজ্য তৃণমূল নেতৃত্বদেরকে উৎসাহিত ও চাঙ্গা করে সভা শেষ করেন পাশাপাশি  গোষ্ঠী দ্বন্দ্ব ও দলীয় কলহ থেকে নেতা -কর্মীদের দূর থাকতে হুঁশিয়ারিও দেন এদিনের মঞ্চ থেকে 

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment