NNS :রক্তদানের অপর নাম জীবনদান | এক ফোটা রক্তের অনেকসময় হয়ে যায় অতিশয় মূল্য | আর এই রক্তটা কোন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা সম্ভব নয় | ফলে রক্তের একমাত্র উৎস হল মানুষের স্বেচ্ছায় রক্ত দান | তাই আপনার রক্তের বিনিময়ে আপনি করতে পারেন এক জনের জীবন দান |
আর এই জীবনদানের উদ্দেশ্যেই আজ মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকে প্রসাদপুর গ্রামপঞ্চায়েতের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচিকে অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয় | রক্তদান ছাড়াও উক্ত অনুষ্ঠানে দুঃস্থ মানুষের হাতে কম্বল , অপুষ্টিজনিত রোগিদের ওষুধ ও হরলিক্স এর বোতল সঙ্গে কৃতী ছাত্রছাত্রীদের স্মারক, ডিকশনারি , পাশাপাশি প্রসাদপুর অঞ্চলের প্ৰাক্তন প্রধানদের সম্বর্ধনাও দেওয়া হয় | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের লালবাগ মহকুমা নেতা ও সমাজসেবী রাজীব হোসেন , ডোমকল মহকুমা নেতা মেহেবুব মুর্শিদ,মুর্শিদাবাদ ব্লক সভাপতি মসনদ শেখ , সঞ্জিব রায় , সুব্রত মণ্ডল প্রমুখ ব্যক্তিত্ব বর্গ |
আর এই জীবনদানের উদ্দেশ্যেই আজ মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকে প্রসাদপুর গ্রামপঞ্চায়েতের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচিকে অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয় | রক্তদান ছাড়াও উক্ত অনুষ্ঠানে দুঃস্থ মানুষের হাতে কম্বল , অপুষ্টিজনিত রোগিদের ওষুধ ও হরলিক্স এর বোতল সঙ্গে কৃতী ছাত্রছাত্রীদের স্মারক, ডিকশনারি , পাশাপাশি প্রসাদপুর অঞ্চলের প্ৰাক্তন প্রধানদের সম্বর্ধনাও দেওয়া হয় | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের লালবাগ মহকুমা নেতা ও সমাজসেবী রাজীব হোসেন , ডোমকল মহকুমা নেতা মেহেবুব মুর্শিদ,মুর্শিদাবাদ ব্লক সভাপতি মসনদ শেখ , সঞ্জিব রায় , সুব্রত মণ্ডল প্রমুখ ব্যক্তিত্ব বর্গ |
0 comments:
Post a Comment