ক্ষমতায় ফিরছে বিজেপি , দলে আত্মবিশ্বাস তুঙ্গে !!!


Indiapost24 Web Desk : ত্রিপুরায় গেরুয়া শিবিরের ব্যাপক প্রচার ও সংগঠন গড়ে তোলার পর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপিই ত্রিপুরার ক্ষমতা দখল করে ২৫ বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটাবে বলে প্রবল ভাবে আত্মবিশ্বাসী বিজেপির ত্রিপুরা শাখার নেতারা | বিধানসভা নির্বাচনে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে প্রায় ৯০ শতাংশ ভোট পড়াকে প্রতিষ্ঠান বিরোধিতার মানসিকতা বলেই সাধারণভাবে মনে করছেন বিজেপির ত্রিপুরা রাজ্য নেতারা |                    জানা গেছে যে উপজাতি এলাকায় এবার সিপিএম কোনঠাসা হয়ে থাকার ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দলীয় নেতারা | সমগ্র বামবিরোধী শক্তি এবারের বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির পক্ষ্যে প্রচার সংগঠনে নেমেছিলেন তাকেও অভূতপূর্ব বলেই মনে করছেন গেরুয়া শিবিরের নেতারা |
       দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ দলের শীর্ষ নেতারা মনে করছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য দলের ম্যাজিক ফিগার ৩১ অতিক্রম করা মোটেই কঠিণ নয় | উপজাতি এলাকায় এবার সিপিএমএর একাধিপত্য ও রিগিং সন্ত্রাসের মেশিনারি ব্যার্থ হয়েছে বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব | রাজধানী আগরতলা ও তার লাগোয়া বাঙালি এলাকাতেই এবার সিপিএমকে ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়াতে হবে বলেই ধারণা দলীয় নেতাদের |
         কংগ্রেস , তৃনমূল কংগ্রেস , আই এন পি টি , আমরা বাঙালি সহ অন্য বাম বিরোধী শক্তিগুলি ভয়াবহ খারাপ ফল করবে বলেই মনে করছেন বিজেপির ত্রিপুরার দায়িত্ব থাকা নির্বাচন কৌশলবিদরা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment