কলকাতায় লেনিন মূর্তি পাহারায় কলকাতা পুলিশ!!

স্নেহাশিষ মুখার্জী:ত্রিপুরার বিলোনিয়া কলেজ স্কোয়ারে লেনিনের মূর্তি উপরে ফেলার পর দেশজুড়ে মূর্তি ভাঙার যে রাজনিতী সামনে চলে এসেছে তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার ধর্মতলায় লেনিন মূর্তি নিরাপত্তার জন্য পুলিশ প্রহরার ব্যাবস্থা করা হোয়েছে | একই ভাবে সুরেন্দ্রনাথ পার্কের কোনে কার্ল মার্কসের মূর্তিও নজরদারি চালাচ্ছে গোয়েন্দা পুলিশ | এদিকে দক্ষিণ কলকাতার কেওড়াতলায় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার পর থেকে বাংলায়ও শুরু হয় এই নিয়ে বিতর্ক | বুধবার সকালে মূর্তি ভাঙার পর গতকাল গেরুয়া বাহিনীর মূর্তি শুদ্ধিকরণ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় | 

যাদবপুরে বাম মনোভাবাপন্ন একটি দলের সঙ্গেও হিন্ধু বাহিনীর সংঘর্ষ হয় | তার জেড়ে এদিন সকাল থেকেই ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে পুলিশ পিকেট বসানো হোয়েছে | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দলের মূর্তি ভাঙার বিরোধিতা করেছেন | রাজ্যে এই ধরণের ঘটনা চলবে না বলেও জানিয়েছেন | কলকাতায় কেওড়াতলা মহা শ্মশানের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি অতি বাম সংগঠণের একদল যুবক - যুবতী হাতুড়ি মেড়ে ফেলে মুখে কালি লেপে দেন | তার প্রেক্ষিতেই মূর্তি নিরাপত্তায় জোর দিয়েছে সরকার | তার জেরেই ধর্মতলায় কার্জন পার্কে মূর্তির নিরোপত্তায় পুলিশ পিকেট বসেছে | 

কলকাতা পুলিশ পার্কের গেটের প্রহরায় রয়েছে | পার্কে প্রবেশ করা গেলেও লেনিনের মূর্তির সামনে যাওয়া যাবে না বলে পুলিশ জানিয়েছে | এদিকে দলমত নির্বিশেষে কলকাতায় শ্যামাপ্রসাদের মূর্তিতে কালি লেপনের বিরোধিতা করে পথ সভা করতে যাওয়া হিন্দু বাঙালি অস্তিত্ব রক্ষা মঞ্চের সদস্যের ওপর এসএফআই সমর্থকরা হামলা চালায় | এতে ২ জন গুরুতর আহত হয়েছেন | যাদবপুরে ৮ টি বাসষ্ট্যান্ডের কাছে লেনিন মূর্তি ভাঙার পরিকল্পণা ছিল বলে সিপিএম নেতাদের অভিযোগকে উরিয়ে দেওয়া হোয়েছে হিন্দু সংগঠণের তরফে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment