Aminul Islam::সকাল বেলায় খেলাধুলা করতে গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাঁচিলের পাশে হটাৎ করে দেখে এক ব্যক্তির ঝোলানো মৃতদেহ,আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ খবর দেয় গ্রামের লোকজনদের।ঘটনাটি ঘিরে স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে..তার পর পুলিশ-প্রশাসন কে জানালে পুলিশ এসে মৃত দেহ নিয়ে যায়,ঘটনাটি ঘটেছে গত কাল রাত্রি নওদা থানা অন্তর্গত কেদারচাঁদপুর-1 পঞ্চায়েতের পাশে। মৃত ব্যক্তির নাম উত্তম হালদার,বয়স ৫১ বছর ।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, কেদারচাঁদপুর হালদার পাড়ার বাসিন্দা এই উত্তম হালদার একজন শান্ত-শিষ্ট স্বভাবের মানুষ ছিলেন আর পেশাগত ভাবে এক জন জেলে ছিলেন ওই ব্যক্তি। প্রাথমিক ভাবে স্থানীয় মানুষজনের দাবী কেউ তাকে মেরে এখানে ঝুলিয়ে দিয়েগেছে। যদিও নওদা থানা-প্রশাসন সূত্রে খবর প্রাথমিক তদন্তে এটি একটি সুইসাইড এর ঘটনা তবে যদিও তদন্ত সাপেক্ষ বিষয়,প্রশাসন তার বাড়ির লোকজনদের কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং ইতমধ্যেই বডি ময়নাতদন্তের জন্যে পাঠিয়ে দেয়া হয়েছে.. .
Home / Breaking News /
Crime News Report /
Top News /
West Bengal
/ ঝুলন্ত মৃতদেহকে ঘিরে মুর্শিদাবাদের কেদারচাঁদপুর হালদার পাড়ায় চাঞ্চল্য !!!
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment