ভেলোরে পেরিয়ার এর মূর্তি ভাংচুর!!!

 
NNS New Delhi : দেশজুড়ে আবার কি মূর্তি ভাঙার রাজনীতি ফিরে আসতে চলেছে? ত্রিপুরার পর এবার তামিলনাড়ু। দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া লেনিনের মূর্তি ভাঙার 24 ঘণ্টা কাটতে না কাটতেই তামিলনাড়ু ভেলোর এ দ্রাবিড় আন্দোলনের স্রষ্ঠা তথা সমাজসেবী ই ভি রামস্বামী  পেরিয়ারের মূর্তিতে ভাংচুর চালায়  দুই দুষ্কৃতী। তাদের পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম মুথুরাম ও ফ্রান্সিস।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতরাতে রামস্বামী  পেরিয়ার এর মূর্তি ভাঙচুর করে ওই দুই দুষ্কৃতী। তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মুথুরামন বিজেপি কর্মী ও ফ্রান্সিস সি পি আই  কর্মী বলে জানা গেছে।


 গতকালই বিজেপি নেতা এইচ  রাজা ফেসবুকে মন্তব্য করেছিলেন,' কে লেলিন? লেলিন আর ভারতবর্ষের সম্পর্কটাই বা কি?' কমিউনিস্টদের সঙ্গে এদেশের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 ঘটনায় প্রতিবাদে ঝড় ওঠে। সমালোচনায় সরব হয় ডি এম কে , এম ডি এম কে  ও বাম দল গুলি। এদিকে আজি পেরিয়ার এর মূর্তি ভাঙার পরই নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপি নেতারা মূর্তি ভাঙার রাজনীতির তীব্র প্রতিবাদে সরব হন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment